নিজ রাজ্যে ভোট দিলেন ত্রিপুরার রাজ্যপাল

আগরতলা : লোকসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। একই সঙ্গে সোমবার ভোট দিয়েছেন ত্রিপুরার ফার্স্ট লেডি। এদিন নিজ ভোট কেন্দ্র হায়দ্রাবাদের মালাকপেটের সেলিমনগর এলাকার অধীনে জিএইচএমসি কমিউনিটি হলের একটি ভোটকেন্দ্রে ভোট দেন রাজ্যপাল। ত্রিপুরার প্রথম মহিলা রেণুকা নাল্লুও মালাকপেটে ভোট দেন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সাংবাদিকদের প্রশ্নোত্তরে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন, ভোট দেওয়া শুধু অধিকার নয়, প্রত্যেকেরই এটাকে দায়িত্ব হিসেবে বিবেচনা করে ভোটের বাধ্যতামূলক অধিকার প্রয়োগ করা প্রয়োজন।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে