আগরতলা : নারী সংক্রান্ত ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে পশ্চিম মহিলা থানার সামনে বিক্ষোভ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের। পরে থানার ওসির কাছে স্মারকলিপি জমা দেয়। কর্মসূচীর নেতৃত্বে ছিলেন মহিলা কংগ্রেসের নেত্রী শ্রেয়সী লস্কর সহ অন্যরা। অভিযোগ সম্প্রতি রাজধানীর বটতলা এলাকা থেকে এক যুবতী বধূকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে।পাশাপাশি বাধারঘাট এলাকা থেকে এক নাবালিকাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।দুটি ঘটনারই মামলা হলেও পুলিস কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে সরব হয় ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। মঙ্গলবার সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয় পশ্চিম মহিলা থানার সামনে। পরে ডেপুটেশন দেওয়া হয়। মহিলা কংগ্রেসের নেত্রী শ্রেয়সী লস্করের অভিযোগ, পুলিস কোন ব্যবস্থা না নিলে যারা অপরাধ করে তাদের উৎসাহিত করে এধরণের ঘটনা করতে। তাঁর আরও অভিযোগ রাজ্যে মহিলা ঘটিত অপরাধ বাড়ছে। অপরাধীদের মনে কোন ধরণের ভয় নেই। তারা দাবি জানান এসব ঘটনা বন্ধে যাতে পুলিস প্রশাসন ব্যবস্থা নেয় এবং মহিলা সংক্রান্ত অপরাধের ঘটনায় অপরাধীদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করে।