খোলা আকাশের নিচে ৫১ পরিবার, প্রশাসনের ভূমিকায় আমরা বাঙালীর ক্ষোভ

আগরতলা : বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার আমরা বাঙালী দল।কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর, কাশীরামপুর, আশাপাড়া সহ তেরটি গ্রামের ৫১টি পরিবারের ২১৭ জন পানিসাগরের পেকুছড়া গ্রামে বনের মধ্যে এসে আশ্রয় নিয়েছে।৫দিন ধরে তারা শিশু বৃদ্ধ-বৃদ্ধা নিয়ে খোলা আকাশের নীচে অসহায়ভাবে থাকলেও অমানবিক প্রশাসন, এখন পর্যন্ত তাদের জন্যে খাবারের ব্যবস্থা দূরে থাক্ পানীয়জলের ব্যবস্থাটুকুও করেনি বলে অভিযোগ আমরা বাঙালী দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপালের। বুধবার দলের তরফে রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। তিনি অভিযোগ করেন, উল্টো উদ্বাস্তু পরিবারগুলিকে পেকুছড়া থেকে উচ্ছেদ করার জন্যে পুলিশ ও প্রশাসনের লোক মিলে জোরজবরদস্তি করে চলেছে। এমনকি এলাকায় পানীয় জল ঢুকতে বাধা দিয়ে মেরে ফেলার ব্যবস্থা করছে।অভিযোগ বার বার প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে জায়গা ছেড়ে দেবার জন্যে। অথচ ঘটনাস্থলের খানিক দূরে বনদপ্তরের আরও একটি জায়গায় প্রায় একশ পরিবার বসবাস করলেও তাদের উচ্ছেদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নিরব।এই সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের পক্ষ থেকে দাবি রাখা হয়, বিকল্প ব্যবস্থা না করে পেকুছড়ায় আশ্রিত কোন পরিবারকে পেকুছড়া থেকে উচ্ছেদ করা চলবে না।অবিলম্বে পেকুছড়া অঞ্চলে আশ্রিত উদ্বাস্তু পরিবারগুলিকে সরকারী উদ্যোগে খাদ্য, পানীয়, ওষুধ ও থাকার জন্যে ঘর নির্মানের ব্যবস্থা করে দেওয়ার।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি