জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন বাম ছাত্র- যুবদের

আগরতলা : আকাশছোঁয়া বিমান ভাড়ার বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দাবিতে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন দিল চারটি বাম ছাত্র- যুব সংগঠনের নেতৃত্ব। শুক্রবার চারজনের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন যুগ্ম পরিবহণ কমিশনারের সঙ্গে। তারা দাবি জানান অস্বাভাবিক বিমান ভাড়া স্বাভাবিক রাখতে দ্রুত রাজ্য পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলে রাজ্যের মানুষকে এই কৃত্রিম সমস্যা থেকে রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহন, ল্যোকাল ও দুরপাল্লার ট্রেনগুলিতে যাত্রী পরিষেবা উন্নত করতে রাজ্য পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন,এ প্রশ্নে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে রেল সংক্রান্ত সমস্ত সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলি সুরাহা করতে রাজ্য পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। এদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের তরফে ডেপুটেশন দেওয়া হয়।প্রতিনিধি দলে ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব, সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা। তারা জানানরাজ্যের রেল ও বিমান পরিষবা নিয়ে গোটা রাজ্যের মানুষ গভীর ভাবেই উদ্বিগ্ন। এই সময়ে মাঝে মাঝেই দূরপাল্লার রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এই সুযোগে বিমান ভাড়া আকাশছোঁয়া হয়ে যাচ্ছে বলে অভিযোগ। রাজ্যের বিশেষ করে রোগী ও ছাত্র-ছাত্রী যাদের বহিঃরাজ্যে যেতে হয় তারা এই সময়ে মারাত্মক সমস্যার মধ্যে পরেছেন।মাসখানেক যাবৎ বিমান ভাড়া অস্বাভাবিক ভাবেই বৃদ্ধি করে দিয়েছে। অথচ এই প্রশ্নে সরকারের কোন হেলদোল নেই বলেও অভিযোগ যুব নেতৃত্বের।

Related posts

পূর্ব আগরতলা থানার পুলিসের জালে যুবতী সহ ৪

শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি