রাজ্যের দুই সাতারু সাফল্য সিটি ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে

আগরতলা : নিজেদের দেখালেন রাজ্যের দুই প্যারা সুইমার।স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হলো সমীর ও বিনীতের। সিঙ্গাপুরে বর্তমানে চলছে আন্তর্জাতিক সিটি ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ।এই আসরে এবারই প্রথম ত্রিপুরা থেকে দুইজন প্যারা সাতারু অংশগ্রহণ করলেন ভারতের হয়ে প্রথমবারের মতো। শুধু অংশগ্রহণই নয়, সুইমিং পুলে নেমে এই দুই প্যারা সুইমার নিজেদের দক্ষতার ও প্রদর্শন করলেন অত্যন্ত দারুনভাবে। আন্তর্জাতিক এই চ্যাম্পিয়নশিপে ২১টি দেশের ১৩১ জন সেরা সাঁতারু অংশগ্রহণ করেছেন।এই আসরে বিভিন্ন দেশের সাঁতারুরা নিজেদের রেংকিং বাড়াতেই অংশগ্রহণ করেন। এই রেংকিং থেকেই তাদের আগামীতে পথ প্রশস্ত হবে এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকের। টাফ মেডিকেল টেস্টের পর অবশেষে আন্তর্জাতিক আসরের সুইমিং পুলে নামার ছাড়পত্র পেলেন ত্রিপুরা রাজ্যের এই দুই প্যারা সুইমার। ক্লাসিফিকেশনে সমীর ও বিনীত দুজনেই উত্তীর্ণ হলেন। হিট ওয়ানে নামেন সমীর বর্মণ। এতে সমীরের পজিশন এস- এইট। অপরদিকে হিট টুতে নামেন বিনীত রায়। তার পজিশন এস- নাইন। দুজনেই ১০০মিটার ফ্রি স্টাইলে নিজেদের যোগ্যতার পরিচয় দিলেন ২১টি দেশের সাঁতারুদের সামনে।। কোচ দীপক দাসের কঠোর তদারকি ও চূড়ান্ত অনুশীলনের ফসলই রাজ্যের দুই প্যারা সুইমার সিঙ্গাপুরে অংশগ্রহণ করলেন ইন্টারন্যাশনাল আসরে। ১৯ মে বের হবে ১৩১ জন সাতারুর রেংকিং। তখনই জানা যাবে সমীর ও বিনিতের রেংকিং কত।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন