রামনগর ৪ নম্বর জামে মসজিদে প্রথম বারের মতো রক্তদান শিবির

আগরতলা : ত্রিপুরার আইন-শৃঙ্খলা অনেক ভালো।ত্রিপুরায় শান্তি-সম্প্রীতি আছে বলেই বহু বিনিয়োগকারী আসছে। ত্রিপুরায় টাটা গ্রুপও আসছে। সবদিক দিক দিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ অনেক উজ্জল। কিছুদিনের মধ্যে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ শুরু হয়ে যাবে। শুক্রবার রাজধানীর রামনগরে এক মসজিদে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।রামনগরের ৪ নম্বরের শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে এদিন হয় প্রথম বারের মতো রক্তদান শিবির।শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গণে হবে শিবিরটি।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মসজিদের ইমাম মহম্মদ আব্দুর রহিম,আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব, স্থানীয় রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক সহ রামনগর এলাকার পুর নিগমের কর্পোরেটররা সহ বিশিষ্টজনেরা। অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সব দানের মধ্যে রক্তদান হল মহৎ দান। তিনি বলেন,ত্রিপুরার আইন-শৃঙ্খলা অনেক ভালো।ত্রিপুরায় শান্তি-সম্প্রীতি আছে বলেই বহু বিনিয়োগকারী আসছে। ত্রিপুরায় টাটা গ্রুপ আসছে। সবদিক দিক দিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ অনেক উজ্জল। মুখ্যমন্ত্রী এদিন বলেন, স্বেচ্ছায় দানের মাধ্যমে যাতে ১০০ শতাংশ রক্ত সংগ্রহ করা হয় সেই চেষ্টা চলছে। তিনি বলেন,ক্লাবগুলি যাতে ক্যালেন্ডার করে নিয়মিত রক্তদান শিবির করে এবং কার কি রক্তের গ্রুপ সেগুলি যদি ক্লাবে রাখা হয় তাহলে খুব ভালো।সেটা করা যায় কিনা তা ভাবনা চিন্তা করার কথা বললেন মুখ্যমন্ত্রী। রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস