আগরতলা : ভারত রত্ন সংঘ সম্পাদক ভিকি খুনকাণ্ডে অভিযুক্ত সুস্মিতা সরকারকে জেল হাজতে পাঠাল আদালত। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হলে জেল হাজতে পাঠানো হয়। ফের ২৭ মে আদালতে তোলা হবে অভিযুক্ত সুস্মিতা সরকারকে। এদিকে এদিন পশ্চিম জেলা ও দায়রা আদালত জামিন মঞ্জুর করেছে সিনিয়র আইনজীবী সম্রাট কর ভৌমিকের। তিনি আগাম জামিন চেয়েছিলেন। একথা জানান সরকারি আইনজীবী শঙ্কর লোধ।