উমাকান্ত একাডেমীতে গণনা কেন্দ্র ঘুরে দেখেন রিটার্নিং অফিসার

IMG 20240518 155113

আগরতলা : রাজধানীর উমাকান্ত একাডেমী সহ রাজ্যের ৭ টি কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা।গণনা কেন্দ্র রয়েছে সিপাজিজলা জেলায় তিনটি, গোমতীতে একটি ও দক্ষিণ জেলায় দুটি। সব জায়গায় থাকবে ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।মাইক্রো অবজারভার সহ ভোট গণনা কর্মীদের প্রশিক্ষণ শেষ হয়ে গেছে। গণনাকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। শনিবার একথা জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। উমাকান্ত একাডেমীর স্ট্রং রুমে রয়েছে ১৪টি বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলি।পশ্চিম জেলার সব বিধানসভা কেন্দ্র ও রামনগর বিধানসভার উপ-নির্বাচনের ভোট গণনা হবে সেখানে। ৪ জুন হবে ভোট গণনা।শনিবার রাজধানীর উমাকান্ত একাডেমীতে গণনা কেন্দ্র পরিদর্শনে যান রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার।সবকিছু খতিয়ে দেখেন।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, গণনার প্রস্তুতি চূড়ান্ত।ভোট গণনা কর্মী ও মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণও শেষ হয়ে গেছে।তিনি আশাব্যক্ত করেন ভোট গণনা সুন্দর ভাবে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট যারা থাকবেন তাদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দলীয় ভাবে। এদের নামও জমা পড়ছে।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট নেওয়া হয়েছিল প্রথম দফায় ১৯ এপ্রিল।রাজধানীর উমাকান্ত একাডেমী সহ বিভিন্ন জায়গায় গণদেবতাদের রায় বন্দি ই ভি এম স্ট্রং রুমে কড়া নিরাপত্তা রাখা হয়েছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র