আগরতলা : বেহাল রাস্তা। স্থানীয়রা বহু বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এলেও সুরাহা হয়নি সমস্যা। অবশেষে পূর্ত দপ্তর রাজধানীর নন্দননগর সরকার পাড়ায় রাস্তা নির্মাণের বরাত দেয়। যথারীতি শুরু হয় বরাত পাওয়া ঠিকেদারের মাধ্যমে নির্মাণ কাজ। স্থানীয় লোকজন জায়গাও ছেড়েছেন রাস্তার জন্য। অনেক বছর পর পূরণ হতে চলেছে দাবি। এতে খুশি হয়েছিলেন লোকজন। কিন্তু বরাত পাওয়া ঠিকেদারের কাজের ধরনে ক্ষুব্ধ স্থানিয়রা।তাদের অভিযোগ টেন্ডারে ধরা হিসেব মতো কাজ করছেন না ঠিকেদার। অভিযোগ রাস্তার যে মাপ বলা হয়েছে সেই মতো কাজ করা হচ্ছে না। তাদের আরও অভিযোগ রাস্তার কাজ চলছে খুবই নিম্নমানের। তৈরি করা হচ্ছে না ড্রেন। রাস্তার পাশে যেসব জায়গায় রিটেইনিং ওয়াল তৈরি করার কথা তাও ঠিক মতো করা হচ্ছে না বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই নির্মাণ কাজ নিয়ে সরব হন এলাকাবাসী। তাদের অভিযোগ ঠিকেদারকে এসব বললে কোন কর্ণপাত করছেন না। এতে লোকজনের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছে।