রাজ্যে বর্তমানে জ্বালানি সহ খাদ্যপণ্যের মজুতের তথ্য তুলে ধরলেন খাদ্যমন্ত্রী

আগরতলা : রাজ্যে বর্তমানে কোথাও কোন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সমস্যা নেই।কিছুদিন আগে রেলপথ বন্ধ থাকার সময় চাহিদা অনুযায়ী না হলেও আইওসিএল সড়কপথে মানুষের যান চলাচলে অসুবিধা যাতে না হয় ব্যবস্থা করেছে। সেজন্য আইওসি এলকে ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সঙ্গে ছিলেন বিশেষ সচিব অনিন্দ্য ভট্টাচার্য, খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা। সাংবাদিক সম্মেলনে সম্প্রতি রেলপথের সমস্যার কারণে রাজ্যে জ্বালানি সহ বিভিন্ন জিনিসের যে সমস্যা দেখা দিয়েছিল তা তুলে ধরেন। তিনি বলেন, সামনেই বর্ষার মরশুম। এই সময়ে সড়কপথে পণ্য আসার ক্ষেত্রে বিশাল ব্যাঘাত ঘটে। মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে জ্বালানি মজুত পর্যাপ্ত পরিমাণে রয়েছে।প্রতিদিন রাজ্যে পেট্রোলের চাহিদা ২৭৫ কিলো লিটার।ডিজেলের চাহিদা ৩৬৫ কিলো লিটার। আগামী দুই তিনদিনের মধ্যে আরও ট্যাংকার আসছে। তিনি জানান, গণবণ্টন ব্যবস্থায় বর্তমানে রাজ্যে চাল মজুত রয়েছে ৭০ দিনের। মন্ত্রী তথ্য দিয়ে আরও জানান লবণ ৪৫ দিন, চিনি ২৮ দিনের মজুত রয়েছে। পাশাপাশি খোলাবাজারের নিত্য প্রয়োজনীয় জিনিস মজুতের তথ্যও মন্ত্রী তুলে ধরেন। তিনি জানান চাল প্রায় ৩৮ দিনের, ডাল ৯৫ দিনের, লবণ ১২, চিনি ৫০ দিনের, মজুত রয়েছে।খাদ্য মন্ত্রী আরও জানান, বাজার গুলিতে প্রশাসনের টিম প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। অনিয়ম মেলায় বিভিন্ন ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। অভিযান চালানো হয়েছে রেশন সপেও। কয়েকটি রেশনশপের বিরুদ্ধে নোটিস ইস্যু করা হয়েছে। একটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি