চা বিক্রেতা খুনকাণ্ডে অভিযুক্তকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে

আগরতলা : রাজধানীর প্রতাপগড়ের সুখেন দাস মৃত্যুকাণ্ডে অভিযুক্ত দীপঙ্কর সরকারকে পুলিস রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পূর্ব আগরতলা থানার পুলিস। আগরতলা প্রতাপগড় বাজার এলাকায় ঘটনাটি ঘটেছিল। অভিযোগ প্রতাপগড়ের বাসিন্দা চা বিক্রেতা সুখেন দাসকে ১৮ মে ইট দিয়ে মাথায় আঘাত করে একই এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকার। সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিকে জিবিতে ভর্তি করানো হয়। অভিযুক্তের নামে থানায় মামলা করা হয়। ২০ মে বিকেলে মারা যান সুখেন দাস। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতে তোলা হয় রিমান্ডের আবেদন জানিয়ে। আদালত ৪ দিনের পুলিস রিমান্ড মঞ্জুর করে। পূর্ব আগরতলা থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। থানার ওসি সঞ্জিত দাস জানান, অভিযুক্ত জিজ্ঞাসাবাদে জানায় দোকানদার বাকির টাকা চাওয়ায় রাগের মাথায় আঘাত করেছে।জানা গেছে চলতি মাসের ১৬ তারিখ এলাকারই দীপঙ্কর সরকার নামে এক বখাটে চা- খেয়ে টাকা না দিয়ে চলে আসে। পরের দিন এই ব্যক্তি ফের দোকানে যান। তখন সুখেন দাস দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন।তখনই অভিযুক্ত সিগারেট চায়। কিন্তু অসুস্থ সুখেন দাস দোকান বন্ধ থাকায় দিতে অক্ষমতা প্রকাশ করেন। অভিযোগ তখনই দোকানির বুকে সজোরে ধাক্কা দেয় দীপঙ্কর।অভিযোগ ১৮ মে অভিযুক্ত দীপঙ্কর ফের সেখানে গিয়ে ইট দিয়ে দোকানির মাথায় আঘাত করে।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের