মামলা থেকে অব্যাহতি পেলেন ডঃ শৈলেশ যাদব

{"remix_data":[],"source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":[],"tools_used":[],"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আগরতলা : করোনাকালীন রাতের বেলা আগরতলা শহরে বিয়ে বাড়িতে অভিযান চালানোর মামলায় তৎকালীন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ শৈলেশ কুমার যাদবের স্বস্তি। হাইকোর্ট এই মামলা থেকে অব্যাহতি দিল শৈলেশ কুমার যাদবকে।উচ্চ আদালত বুধবার রায় দেয়।২০২১ সালে করোনা কালীন সময়ে বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম লাগু করা হয়েছিল।

২০২১ সালের ২৬ এপ্রিল করোনাকালে রাজধানীর উত্তর গেট এলাকায় দুটি বিয়ে বাড়িতে অভিযান চালান তৎকালীন পশ্চিম জেলার জেলা শাসক শৈলেশ কুমার যাদব।অভিযোগ উঠে বিয়ে বাড়িতে আসা লোকজনকে হেনস্তা ও মারধর করার। এনিয়ে হাইকোর্টে তিনটি রিট পিটিশন দাখিল করা হয় । দীর্ঘদিন ধরে মামলা চলে।এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয় চলতি বছর। অবশেষে বুধবার মামলার রায় বের হয়।হাইকোর্ট তৎকালীন জেলা শাসক শৈলেশ যাদবকে অব্যাহতি দেয় বলে জানা গেছে।শৈলেশ যাদবের পক্ষে এই মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সম্রাট কর ভৌমিক। অন্যদিকে পিটিশনারদের পক্ষে আইনজীবী ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরোষোত্তম রায় বর্মণ সহ আরও দুইজন।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে