মণিপুর নিয়ে রাস্তায় নামল বাম শ্রমিক সংগঠন

আগরতলা : মনিপুর রাজ্যে নারকীয় বীভৎসতম সভ্য।তা বিরোধী। মণিপুরের ঘটনার প্রতিবাদে এবং শান্তি-সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার আহবানে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করলো বাম শ্রমিক সংগঠন সি আই টি ইয় ও ক্ষেতমজুর ইউনিয়ন।মঙ্গলবার অফিসলেন সিআইটিইউ রাজ্য দপ্তর প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। স্লোগান মুখরিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এক সভায় মিলিত হবে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সি আই টি ইউ সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দে সহ অন্যরা। এদিন মানিক দে আলোচনা করতে গিয়ে মণিপুর ইস্যুতে সেই রাজ্যের বিজেপি সরকার ও কেন্দ্রের সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মণিপুরে আইনের শাসন বলতে কিছু নেই। চরম অত্যাচার চলছে। সেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকার দাঙ্গাকে প্রশ্রয় দিচ্ছেন। তার মতে প্রশ্রয় না দিলে এমন হতে পারে। দিল্লির কেন্দ্রের সরকারের কোন হেলদোল নেই।প্রধানমন্ত্রী এটা উপভোগ করছেন। সরকার চুপ করে বসে আছে। বর্তমান মুখ্যমন্ত্রীকে রেখে দাঙ্গা বন্ধ হবে না। তিনি বলেন আমরা চাই মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। এই সরকারের কাছে কিছু আশা করে লাভ নেই।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি