নজরুলের মূর্তি উদ্বোধনকে কেন্দ্রে করে রেন্টার্স কলোনি এলাকায় আল্পনা আঁকলেন শিল্পীরা

আগরতলা : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তি স্থাপিত হয়েছে আগরতলা যোগেন্দ্রনগর রেন্টার্স কলোনি এলাকায়। সুদৃশ্য এই মূর্তি উদ্বোধন হবে নজরুলের ১২৫ তম জন্মজয়ন্তীতে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে এলাকায় রাস্তায় অঙ্কন করা হয়েছে আল্পনা। গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছে। শিল্পী দিপ্তনু চক্রবর্তী, চিরঞ্জিত ভদ্র, সবুজ সাহা, বাবুল দাস, স্বাগতা পোদ্দার, পারমিতা চক্রবর্তীরা নিজেদের হাতে শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। এতে খুশি এলাকার লোকজন।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি