স্থায়ী নথিভুক্ত করণ সার্টিফিকেট পেলেন ১৫১ আইনজীবী

আগরতলা : স্থায়ী নথিভুক্তকরণ সার্টিফিকেট দেওয়া হল রাজ্যের ১৫১ জন নতুন আইনজীবীকে।অল ইন্ডিয়া বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৭৮ জন আইনজীবী। শনিবার বার কাউন্সিল অব ত্রিপুরার তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের কক্ষে। সেখানে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি স্থায়ী নথিভুক্তকরণ সার্টিফিকেট দেওয়া হয় ১৫১ জন নবীন আইনজীবীকে। উপস্থিত ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত সহ অন্যরা। চেয়ারম্যান জানান, এদিন থেকে ১৫১ জন আইনজীবী স্থায়ী আইনজীবী হয়ে গেল। এদিন থেকে নতুন আইনজীবীরা যেকোন কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে পারবেন।শুধু তাই নয়, নতুন আইনজীবীরা বারের নির্বাচনের ভোটার হিসেবেও স্বীকৃতি পেয়ে গেল।এদিন সার্টিফিকেট পেয়ে খুশি নতুন আইনজীবীরা।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের