কাজী নজরুলের জন্মজয়ন্তীতে পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন

আগরতলা : নজরুল ইসলাম একাধারে ছোট ছোট কবিতা গল্প লিখতেন। সমাজকে যারা শোষণ করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার যে ভাষা তা নজরুলের কবিতা-গল্পের মাধ্যমে দেখতে পাওয়া যায়। নজরুল ইসলামের জীবন থেকে অনেক কিছু শেখার আছে।বর্তমান প্রজন্মকে নজরুল সম্পর্কে জানা উচিত।শনিবার আগরতলা রেন্টার্স কলোনি এলাকায় কাজী নজরুলের মূর্তির উন্মোচন করে বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, সংস্কৃতির মধ্যেই জীবন। সংস্কৃতি ছাড়া কিছু হবে না।কাজী নজরুল ইসলাম আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক। মুখ্যমন্ত্রীর হাত ধরে আবরণ উন্মোচন হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তির। মূর্তি উন্মোচনকে ঘিরে আগরতলা রেন্টার্স কলোনি এলাকায় বেশ সাড়া পড়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তীতে এই মূর্তির উন্মোচন হয় শনিবার বিকেলে।মৈত্রী সংসদ ও কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে কবির পূর্ণবয়ব মূর্তি উন্মোচন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, মৈত্রী সংসদের সভাপতি চিত্রা রায় সহ বিশিষ্টজনেরা।এদিন অতিথিরা মূর্তি উন্মোচনের পরে নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন অতিথিদের হাতে আবরণ উন্মোচন হবে স্মারক গ্রন্থেরও।অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন কাজী নজরুল ইসলাম সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। শুধু কবিতাই নয়, প্রায় ৩ হাজারের উপর উনার গান। বেশির ভাগ গানই নজরুলের নিজের সুর দেওয়া বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে উদ্যোক্তাদের যে চিন্তা ভাবনা রয়েছে নতুন কিছুর, সেগুলি ফলপ্রসূ যাতে হয় সেই আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র