আগরতলা : ষষ্ঠ তপশিল এলাকায় আদিবাসী জনজাতি ছাড়া বহিরাগত অন্য কাউকেই নাগরিকত্ব দেওয়া হবে না। ষষ্ঠ তপশিল এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ বদ্ধ করার দায়িত্ব এডিসি প্রশাসনকে দেওয়ার দাবি সাংবাদিক সম্মেলনে জানালেন আই পি এফ টি নেতৃত্ব। শনিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা ও সহ-সভাপতি প্রদীপ দেববর্মা।তারা এদিন বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ত্রিপুরায়ও। প্রথম পদক্ষেপ হিসাবে রাজ্য স্তরে সাতজনের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলাস্তরে কমিটি গঠন করার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ষষ্ঠ তপশীল এলাকাকে নাগরিকত্ব সংশোধনী আইনের বাইরে রাখা হয়েছে। তার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান আইপিএফটি নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা।