মাধ্যমিক- দ্বাদশের কৃতিদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর

আগরতলা : ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ টিবিএসই’র ছাত্রছাত্রীদের ত্রিপুরার অগ্রগতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। তাতেই রাজ্য ও দেশ এগিয়ে যাবে।

শনিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ পড়ুয়াদের সম্বর্ধনা দিয়ে এই গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

ডাঃ সাহা বলেন, গতকাল টিবিএসই পরিচালিত বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি এই পরীক্ষায় যারা ভাল ফলাফল অর্জন করেছে তাদের সাথে সাক্ষাৎ করতে বলেছি। যথারীতি তারা এসে আমার সাথে দেখা করেছে এবং আমি তাদের কাছ থেকে বেশকিছু তথ্য সংগ্রহ করেছি। শিক্ষক ও অভিভাবকদের যথাযথ সহযোগিতা থাকলে ছাত্রছাত্রীরা ভালো পারফর্ম করতে পারে। তাই আমি পরিক্ষায় সফল সকলকে অভিনন্দন জানাতে চাই এবং আমি বিশ্বাস করি যে তারা আগামী প্রজন্মকে উৎসাহিত করতে সক্ষম হবে। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং পাঠ্যক্রম বহির্ভূত অন্যান্য কার্যক্রমও প্রয়োজন। আর সফলতা অর্জনের জন্য একজন ব্যক্তিকে নিজেকে বুঝতে হবে।

মুখ্যমন্ত্রী আরো বলেন, ছাত্রছাত্রীদেরকে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধ্যবসায় ও পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও এগিয়ে আসতে হবে। ত্রিপুরা বোর্ডের শিক্ষার গুণগত মান অন্য বোর্ডের থেকে কোন অংশে কম নয়। স্কুলে অধ্যয়নের সময়ে আমাদের সীমিত সংস্থান নিয়ে পড়াশোনা করতে হয়েছিল এবং সর্বভারতীয় স্তরে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু এখন টিবিএসই -এর সিলেবাস প্রায় সিবিএসই -এর মতোই। যা আমাদের সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতা করতে সক্ষম করে তুলেছে। ত্রিপুরার ছাত্রছাত্রীরাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখন ভালো পারফর্ম করছে এবং রাজ্যের নাম উচুঁ করছে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন