যান শ্রমিককে মারধরের প্রতিবাদ মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও

আগরতলা : শ্রমিককে মারধরের প্রতিবাদে যানবাহন চলাচল বন্ধ রেখে বিক্ষোভে শামিল শাসক দলের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের কর্মীরা। তারা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেও বিক্ষোভ দেখান। ঘটনার সূত্রপাত শনিবার রাতে রাজধানীর রাধানগর স্ট্যান্ডে। জানা গেছে,রাজীব চক্রবর্তী নামে এক শ্রমিক রাতের বেলা স্ট্যান্ডে ঘুমাতে যায়। অভিযোগ তখনই বাস স্ট্যান্ডের পার্কিং অপারেটর অসীম দাস রাজীবকে বেধড়ক মারধর করে। তাঁর মাথা ফাটিয়ে দেয়। আহত শ্রমিককে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়। রবিবার সকালে অন্য শ্রমিকরা এসে জানতে পেরে ক্ষুব্ধ হন। তারা সিদ্ধান্ত নেন সুবিচার না পাওয়া পর্যন্ত রাধানগর স্ট্যান্ড থেকে কোন ধরণের যানবাহন চলাচল করবে না। সেই মতো রবিবার সকাল থেকে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল।ফলে ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ। প্রশ্ন উঠেছে যাত্রী সাধারণকে ভোগান্তিতে ফেলে কি ধরণের এই আন্দোলন।এদিকে ভারতীয় মজদুর সংঘের শ্রমিকরা সুবিচার চেয়ে পশ্চিম থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন এবং বিক্ষোভ দেখান। এর পরে তারা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বাস ভবনের সামনে বিক্ষোভ দেখান। তারা দাবি জানান সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় বিশাল পুলিস বাহিনী। ঘটনাস্থলে যান মহকুমা পুলিস আধিকারিক। আন্দোলনকারীরা জানান অভিযুক্ত অসীম দাসকে গ্রেপ্তার না করা পর্যন্ত যান চালানো বন্ধ থাকবে। তাদের অভিযোগ পশ্চিম জেলায় প্রায় সব স্ট্যান্ডে শ্রমিকদের কাছ থেকে যেমন খুশি তোলা আদায় করা হচ্ছে। বঞ্চনার শিকার শ্রমিকরা।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন