আগরতলা : উপজাতি এলাকায় কাজ-খাদ্য নিয়ে ত্রিপল ইঞ্জিন সরকারের সমালোচনায় মুখর হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করা হয়। কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি করেন, ৪ জুন কেন্দ্রের ঠকবাজ সরকার আর থাকছে না। দেশের মানুষ এই সরকারকে বিতারিত করবে। তিনি অভিযোগ করেন, রাজ্যে অনহারে অর্ধাহারে থাকা উপজাতি অংশের মানুষ সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। প্রবীর বাবু বলেন, এই জায়গায় কেন্দ্র ও রাজ্যের সরকার বিকশিত ভারতের স্লোগান দিয়ে চলেছে। তিনি অভিযোগ করেন, রাজ্যের মন্ত্রীরা ঠাণ্ডা ঘরে, ঠাণ্ডা গাড়িতে বসে বড় বড় বুলি আওড়াচ্ছেন। তাঁর অভিযোগ রাজ্যে পাহাড়ি এলাকায় সর্বক্ষেত্রে আজকে গভীরতম সংকট নেমে এসেছে। মানুষের রোজগার নেই।তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ যন্ত্রণা। পানীয় জলের সংকট। সর্বোপরি দারিদ্রতা একটি অংশের মানুষকে চরম সীমায় নিয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর সহ অন্যরা।