আন্তঃস্কুল ক্রিকেটে জয়ী প্রগতি বিদ্যাভবন

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় রবিবার হয় ফাইন্যাল ম্যাচ। এদিন এম বি বি মাঠে মুখোমুখি হয় হলিক্রস স্কুল ও প্রগতি বিদ্যাভবন।শিরোপা দখলের লড়াইয়ে টসে জয় লাভ করে প্রথমে ব্যাট করতে নামে হলিক্রস স্কুল। নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে অতিরিক্ত ১৪ রানের সুবাদে ১০৮ রান সংগ্রহ করে। হলিক্রস স্কুলের হয়ে ম্যাচে সর্বোচ্চ ২৬ রান করে অদ্রিতা দে। এছাড়াও দলের হয়ে মাহিন্দ্র লস্কর ১৯ রান, কিঞ্জল দেব ১৫ রান করেন। বোলিং -এ প্রগতি বিদ্যামন্দিরের হয়ে রানা মালাকার ও সৌরজ সোম উভয়ে ৩ টি করে উইকেট তুলে নেয়। হলিক্রসের দেওয়া ১০৯ রানের জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমে প্রগতি বিদ্যামন্দির ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচে প্রগতি বিদ্যামন্দিরের হয়ে সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকে প্রতিক দেববর্মা। ৬ উইকেটে শিরোপা ঘরে তুলে প্রগতি বিদ্যাভবন।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস