বিদ্যুৎহীন জিবিতে সমস্যায় রোগীরা

ত্রিপুরা আগরতলা : রেমালের জেরে রাজধানীতে তুমুল ঝড়-বৃষ্টি না হলেও বিদ্যুৎ চপলতা অব্যাহত। সোমবার আচমকা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বিদ্যুৎহীন হয়ে পড়ে। জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে বিদ্যুৎ ছিল না। ফলে অন্ধকার হয়ে যায়। সমস্যায় পড়েন রোগী ও চিকিৎসক-স্বাস্থ্য কর্মীরা। বিদ্যুৎ না থাকায় মোবাইলের টর্চ জ্বালিয়ে কাজ চালিয়ে যান স্বাস্থ্য কর্মীরা। সমস্যায় পড়েন রোগীরা। ছটফট করতে থাকেন অনেক রোগীরা। পরিবারের লোকজন বিভিন্ন ভাবে রোগীদের হাওয়া দেওয়ার চেষ্টা করেন। বিদ্যুৎ না থাকায় রোগীদের পরিষেবায় ব্যাঘাত ঘটে বলেও অভিযোগ। জিবি হাসপাতালের মতো জরুরি পরিষেবায় বিদ্যুৎ না থাকায় প্রশ্ন উঠে শুরু করে বিদ্যুৎ নিগমের ভূমিকায়।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে