ত্রিপুরা আগরতলা : তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তামাক সেবনে ক্যান্সার সহ বিভিন্ন রোগ দেখা দেয়। তাই সচেতনতার মাধ্যমে মানুষকে তামাক সেবন থেকে দূরে রাখা সম্ভব। সেজন্য রাজ্যের মানুষকে বেশি করে সচেতন করে তুলতে প্রতিবছরের মতো এবারো ৩১ মে কর্মসূচী গ্রহণ করে রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট। তামাক বিরোধী দিবসে এবছরও কলেজের এন এস এস ইউনিট সচেতনতা মূলক কর্মসূচী নিয়ে রাজপথে নামে। পথচলতি লোকজন, দোকানি সহ বিভিন্ন পেশার লোকজনের হাতে তামাকের অপকারিতা তুলে ধরে লিফলেট বিলি করেন স্বেচ্ছাসেবকরা। আগামিদিনেও এ ধরণের কর্মসূচী জারি থাকবে বলে জানান ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা চক্রবর্তী। উল্লেখ্য বছরের বিভিন্ন সময়ে সামাজিক কাজে বরাবর এগিয়ে আসে মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট।