টিএনজিসি এলের সিদ্ধান্তে ক্ষুব্ধ বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারিরা

আগরতলা : সমস্যা নিয়ে ডেপুটেশন দিতে গিয়ে টিএনজিসি এলের ম্যানেজিং ডিরেক্টরকে না পেয়ে বিক্ষোভ দেখালেন বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারী ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর লিচুবাগান টি এন জি সি এলের অফিসের সামনে যায় ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। তাদের অভিযোগ ,একতরফা ভাবে আচমকা কর্তৃপক্ষ নির্দেশ জারি করেছে অনলাইনে গ্যাসের বিল পাঠানোর পর তিনদিনের মধ্যে বিল পরিশোধ করার। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবহারকারীরা। তারা দাবি করেন অনেক ব্যবসায়ী আছেন যারা স্মার্ট ফোন ব্যবহার করেন না। স্বাভাবিক ভাবেই তাদের পক্ষে এই সিদ্ধান্ত পালন করা সম্ভব নয়।এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। সমস্যা সুরাহার জন্য এদিন সংগঠনের তরফে টি এন জি সি এলের এম ডির সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা। অভিযোগ অফিসে পাওয়া যায়নি উনাকে। হবে বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারী ব্যবসায়ীদের। এই সিদ্ধান্ত গ্রহণ করায় ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল অল ত্রিপুরা কমার্শিয়াল গ্যাস ন্যাচারেল কনজিওমার এসোসিয়েশন।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM