সংবর্ধনা দেওয়া হয় মহিলা কংগ্রেসের নতুন সভানেত্রীকে

আগরতলা : বুথ স্তর থেকে সমস্ত মহিলাদের সংগঠিত করে আগামীদিন নারী স্ব-শক্তিকরণ, সত্যিকার অর্থে নারী অধিকার প্রতিষ্ঠা করা হবে মহিলা কংগ্রেসের প্রধান লক্ষ্য। বুধবার নবনির্বাচিত প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রিকে সংবর্ধনা দিয়ে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নতুনভাবে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে।ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নতুন সভানেত্রী নিযুক্ত করা হয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফে সর্বানি ঘোষ চক্রবর্তীকে। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে উনাকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, মহিলা নেত্রী মালবিকা পোদ্দার সহ অন্যরা। মহিলা কংগ্রেসের সভানেত্রিকে সংবর্ধনা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যরা। অনুষ্ঠানে আশিস সাহা অভিযোগ করেন, এই রাজ্যে বর্তমানে মহিলারা নির্যাতিত। পণের জন্য বধূ হত্যা নির্যাতন, শাসক দলের নেতা- কর্মীদের দ্বারা ধর্ষণ ও খুনের বিরুদ্ধে প্রতিরোধে মহিলা কংগ্রেসের নেত্রীদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। এদিকে মহিলা কংগ্রেসের সভানেত্রী বলেন, বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালি করার প্রয়াস নেওয়া হবে। এই রাজ্যের নির্যাতিত অবহেলিত নারীদের সম্ভ্রম রক্ষা করাই প্রধান কর্তব্য।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM