ত্রিপুরা আগরতলা : খেলাধুলা যত বেশি হবে তত বেশি রাজ্যের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি পাবে।বাংলাদেশের পাশে রয়েছে ত্রিপুরা। বেশকিছু খেলাধুলা ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে করার প্রস্তাব নিয়ে এসেছেন ইন্দো- বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের মুখ্য উপদেষ্টা আশিকু রহমান মিকু। এইটা একটা ভালো উদ্যোগ। শনিবার একথা বললেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন ইন্দো- বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের মুখ্য উপদেষ্টা আশিকু রহমান মিকু সহ তিনজনের প্রতিনিধি ত্রিপুরা সফরে আসেন। রাজ্যে এসে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উনার বাসভবনে যান। সেখানে তাদের মধ্যে খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।রবিবার আগরতলায় হবে ইন্দো- বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের গুরুত্বপূর্ণ সভা।