ত্রিপুরা আগরতলা : রাজ্যের যুবদের নেশা থেকে মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। নেশামুক্ত ত্রিপুরা গড়তে সকলে মিলে চেষ্টা চালাতে হবে। শনিবার সন্ধ্যায় কমেডি জংশন অনুষ্ঠানে একথা বললেন বিধায়ক তথা শাসক দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত দেব। রাজ্যে নেশার রমরমা। নেশায় আসক্ত হয়ে বিপথে পরিচালিত হচ্ছে যুব সমাজ। তাই যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বের করে আনার জন্য এক বিশেষ অনুষ্ঠান করা হয় আগরতলা টাউন হলে। কমেডি জংশন নামক অনুষ্ঠান হয় যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে। এতে অনুপ্রেরণা যোগান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।দেশের খ্যাতনামা কমেডিয়ান অংশ নেন।শনিবার কমেডি জংশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে যুবক- যুবতীরা অংশ নেন।বেশ সাড়া পড়ে একে ঘিরে।