এ ডি সি-র পরীক্ষা রবিবার হচ্ছে না

ত্রিপুরা আগরতলা : ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ১১০ টি পদের জন্য লোক নিয়োগের পরীক্ষা রবিবার হচ্ছে না। আনসার কী পরীক্ষার আগের দিন ফাঁস হয়ে যাওয়ায় নির্দিষ্ট তারিখের বাতিল করা হয়েছে পরীক্ষা। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে জানান এডিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিকে জমাতিয়া।নতুন ভাবে প্রশ্নপত্র তৈরি করে নেওয়া হবে পরীক্ষা। ১১০ টি পদে লোক নিয়োগের জন্য এ ডি সি প্রশাসনের তরফে আবেদন পত্র নেওয়া হয় রাজ্যের বেকার যুবক- যুবতীদের কাছ থেকে। কয়েক হাজার আবেদন পত্র জমা পড়ে। নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে ৯ জুন করা হয়েছিল। পরীক্ষা রাজ্যের ৭১ টি সেন্টারে নেওয়ার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। এই অবস্থায় আনসার কী ফাঁস হয়ে যায় বলে অভিযোগ।  প্রশ্ন পত্রের সেট একটি থাকায় বাধ্য হয়ে এ ডি সি প্রশাসন রবিবারের পরীক্ষা বাতিল ঘোষণা করে। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে জানান এডিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি কে জমাতিয়া। সাংবাদিক সম্মেলনে তিনি জানান শনিবার উনারা জানতে পারেন পরীক্ষার আন্সার কী  ফাঁস হয়ে গেছে। তাই এই পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময় নতুন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। আগামী ১০ দিনের মধ্যে নতুন ভাবে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তবে তিনি জানান আনসার কী ফাসের ঘটনা জানিয়ে থানায় মামলা করা হবে। যারাই যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সাংবাদিক সম্মেলনে অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের