ত্রিপুরা আগরতলা : সিদ্ধান্ত মতো সরকার স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা ক্যাজুয়েল কর্মীদের নিয়মিত করছে না বলে অভিযোগ। তাই নিয়মিতকরণ কিংবা সম কাজে সম বেতনের দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিলেন বঞ্চিত ক্যাজুয়েল কর্মীরা। রাজ্যের জিবি ও আই জি এম হাসপাতালে স্লিপ ওয়ার্কারদের বহুদিন কাজ করার পরে ক্যাজুয়েল কর্মীর স্বীকৃতি দেওয়া হয় ২০১০ সালে। তখন তাদের বলা হয়েছিল ১০ বছর পরে নিয়মিত করা হবে। অভিযোগ বর্তমান সরকার সেই সিদ্ধান্ত এখন পালন করছে না। বহুবার সরকারের গোচরে নেওয়া হলেও নিয়মিত করা হয়নি। অভিযোগ দীর্ঘ বছর ধরে কাজ করে এলেও মিলছে না তাদের ভাগ্যে নিয়মিতকরণ। তাই বাধ্য হয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট মে মাসের ১৩ তারিখ রায় দেয় যদি নিয়মিত না করা হয় তাহলে যেন সমকাজে সম বেতন দেওয়া হয়। সেই বিষয় জানিয়ে সোমবার ক্যাজুয়েল কর্মীরা স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেয়।