ত্রিপুরা আগরতলা : ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা সম্প্রতি প্রকাশ হয়েছে। এখন চলছে দাবি ও আপত্তির কাজ। ২৪ জুন পর্যন্ত চলবে দাবি ও আপত্তি। এইবারের নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ৩৫ টি ব্লকে মোট আসন রয়েছে ৬ হাজার ৩৭০ টি, ৩৫ টি পঞ্চায়েত সমিতিতে আসন রয়েছে ৪২৩ টি ও ৮ টি জেলা পরিষদে আসন রয়েছে ১১৬ টি।সোমবার মহাকরণে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। তিনি জানান ৩৫ টি ব্লকে মোট পোলিং স্টেশন রয়েছে ২ হাজার ৬৫০ টি। কমিশনার আরও জানান পঞ্চায়েত নির্বাচন সম্ভবত জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে হতে পারে। চলতি পঞ্চায়েত বডির মেয়াদ শেষ হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহেই।এর আগেই হবে নির্বাচন।