পঞ্চায়েত নির্বাচন সম্ভবত জুন মাসের লাস্টের দিকে বা আগস্টের প্রথম দিকে অনুষ্ঠিত হবে

ত্রিপুরা আগরতলা : ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা সম্প্রতি প্রকাশ হয়েছে। এখন চলছে দাবি ও আপত্তির কাজ। ২৪ জুন পর্যন্ত চলবে দাবি ও আপত্তি। এইবারের নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ৩৫ টি ব্লকে মোট আসন রয়েছে ৬ হাজার ৩৭০ টি, ৩৫ টি পঞ্চায়েত সমিতিতে আসন রয়েছে ৪২৩ টি ও ৮ টি জেলা পরিষদে আসন রয়েছে ১১৬ টি।সোমবার মহাকরণে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। তিনি জানান ৩৫ টি ব্লকে মোট পোলিং স্টেশন রয়েছে ২ হাজার ৬৫০ টি। কমিশনার আরও জানান পঞ্চায়েত নির্বাচন সম্ভবত জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে হতে পারে। চলতি পঞ্চায়েত বডির মেয়াদ শেষ হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহেই।এর আগেই হবে নির্বাচন।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের