চে গুয়েভারার জন্মদিন উদযাপন

ত্রিপুরা আগরতলা : গোটা পৃথিবী অন্যতম লড়াইয়ের নায়ক হচ্ছেন চে গুয়েভারা।ছাত্র যুবদের কাছে উতসাহের নাম চে। পৃথিবীর যেখানেই অন্যায়, মানুষ অত্যাচারিত হয় সেই মানুষদের পাশে দাঁড়ানোর বাম পন্থীদের যে শিক্ষা দেয় সেই শিক্ষা দানের আরেকটা নাম হচ্ছে চে গুয়েভারা। শুক্রবার বিপ্লবী চে গুয়েভারার জন্মদিনে একথা বললেন যুব নেতা নবারুণ দেব।১৯২৮ সালের ১৪ জুন বিশ্ব বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মদিন পান। প্রতিবছর উনার জন্মদিন পালন করা হয়। এবছর উনার ৯৭ তম জন্মদিন। সারা পৃথিবীর সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এদিন সকালে আগরতলা মেলারমাঠ ছাত্র- যুব ভবনে হয় অনুষ্ঠান। বিপ্লবী চে গুয়েভারার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি সুলেমান আলি, সম্পাদক সন্দীপন দে, উপজাতি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা। এর্নেস্তো ‘চে গুয়েভারা’ ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্ক্সবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব।তবে তিনি সারা বিশ্ব ‘চে’ নামেই পরিচিত।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়