প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ মিছিল কংগ্রেসের রাজধানীতে

ত্রিপুরা আগরতলা : সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার পাশাপাশি ইউজিসি নেট পরীক্ষা নিয়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। অভিযোগ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এভাবে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় সরগরম গোটা দেশ। পথে নেমে এর প্রতিবাদে শামিল হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন। দাবি উঠছে এন টি এ বাতিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। ত্রিপুরায়ও আন্দোলনে নেমেছে বিরোধী ছাত্র-যুব সংগঠন গুলি। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রতিবাদ কর্মসূচীতে শামিল হয়। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে শহরে। মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং, মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা অন্যরা।মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন,মোদী সরকার হল প্রশ্ন পত্র ফাঁসের সরকার। তাদের একটাই উদ্দেশ্য মোটা অর্থ কামাতে হবে। মোদী সরকার বেকার শিক্ষিত যুবদের অন্ধকারের দিকে থেকে দেওয়ার সরকার।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী