মানুষের পরচা সংক্রান্ত সমস্যা সুরাহার উদ্যোগ

IMG 20240622 WA0278

ত্রিপুরা আগরতলা : নাগরিকদের পরচা সংক্রান্ত ত্রুটি দ্রুত নিস্পত্তির জন্য উদ্যোগ নিল পশ্চিম জেলার জেলা শাসক। মাসের শনি ও রবিবার বিশেষ আদালত বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই মতো এই শনিবার বসে স্পেশাল আদালত। নিস্পত্তি হয় প্রায় ৩০ টি মামলা। পশ্চিম জেলার জেলা শাসক জানান নাগরিকরা জমির পরচা বের করার পরে অনেক সময় ত্রুটি থেকে যায় অনেকের। এগুলি সংশোধনের জন্য তারা মামলা করেন।রাজস্ব কোর্টে সমাধান করা হয়।তিনি জানান বর্তমানে প্রায় তিন হাজার এমন মামলা বকেয়া পড়ে আছে।এগুলির দ্রুত নিস্পতির জন্য স্পেশাল আদালতের ব্যবস্থা করা হয়েছে। আগামী কয়েক মাস এভাবে কোর্ট বসবে শনি ও রবিবার। পশ্চিম জেলার জেলা শাসক আশা প্রকাশ করেন চার পাঁচ মাসের মধ্যে অধিকাংশ মামলা নিস্পত্তি করা যাবে।আমজনতার জন্য এই পদক্ষেপ। লোকজন যাতে এই বিশেষ আদালতের সুযোগ গ্রহণ করেন।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে