ত্রিপুরা আগরতলা : সিপিএম রাজ্য সম্পাদকের সাংবাদিক সম্মেলনের পাল্টা দিলেন শাসক দল ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। সোমবার বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে রবিবারের সিপিএম রাজ্য সম্পাদকের বক্তব্যের কড়া সমালোচনা করেন। বিজেপি মুখপাত্র মন্তব্য করেন,পুর নিগমের মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন।বিধায়ক হিসাবে শপথও নিয়েছেন। কিন্তু জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন দীপক মজুমদার আইন না মেনে মেয়র পদে থেকে বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন।সিপিএম রাজ্য সম্পাদকের এই অভিযোগ সম্পূর্ণ ভাবে মিথ্যা বলে দাবি করলেন বিজেপি মুখপাত্র। তিনি এদিন লোকসভা নির্বাচনে একটি বুথে ভোটারের চেয়ে ভোট বেশি পড়েছে বলে সিপিএম-র অভিযোগের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, সরকারকে কালিমালিপ্ত করে নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করেছে সিপিএম।ডুকলি এলাকায় শান্তিনিকেতন কলেজ নিয়ে সিপিএম নেতৃত্বের অভিযোগও খণ্ডন করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র। রাজ্যে স্কুল বন্ধ নিয়ে সিপিএম এর অভিযোগ নিয়ে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন রাজ্য সরকার ৯৬১ টি স্কুল বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন। এই অভিযোগের কোন বাস্তব ভিত্তি নেই।এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন বিজেপি মুখপাত্র।