শিক্ষা ভবনে ডেপুটেশন যুব কংগ্রেসের

ত্রিপুরা আগরতলা : রাজ্যের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, তাদের অশিক্ষিত রাখার প্রচেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির সরকার। প্রায় ১৬০ টি স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা বর্তমান সরকার নিচ্ছে। এবং এই স্কুল গুলিকে অন্য স্কুলের সঙ্গে একত্রিকরণ করতে চাইছে। এসব অভিযোগ এনে এর প্রতিবাদ ও ধিক্কার জানায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও এন এস ইউ আই। এসবের প্রতিবাদ জানিয়ে বুধবার দুই সংগঠনের তরফে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় অফিস লেন শিক্ষা ভবনে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার অনুপস্থিতিতে অপর এক আধিকারিকের কাছে। প্রতিনিধি দলে ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, শ্রেয়সী লস্কর সহ অন্যরা। যুব কংগ্রেস সভাপতি বলেন, স্কুল বন্ধ করে দেওয়ার ফলে দেখা যাবে অনেক পড়ুয়া বিভিন্ন কারণে লেখাপড়া ছেড়ে দেবে। তারা দাবি জানিয়েছেন স্কুল একত্রিকরণ বন্ধ করার। অন্যথায় আগামী দিনে যুব কংগ্রেস ও এন এস ইউ আই বৃহত্তর আন্দোলনে নামবে।

Related posts

এখনও নিয়োগ না করায় ক্ষুব্ধ টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

Karyakartas must build strong bonds with people: CM