বিধায়ক দীপক মজুমদারের উপস্থিতিতে বৃক্ষ রোপণ

ত্রিপুরা আগরতলা : পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজ্যের বিভিন্ন জায়গায় চলচ্ছে বৃক্ষ রোপণ। বুধবার রাজধানীর ডঃ বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার,পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যরা।অভিযোগ নির্বিচারে চলছে বৃক্ষচ্ছেদন। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এর প্রভাব পড়ছে মান জীবনের উপর। বাড়ছে ক্রমশ তাপমাত্রা। তাই এর থেকে বাঁচার একমাত্র উপায় বৃক্ষরোপণ। তাই বনমহোৎসবকে সামনে রেখে চলছে বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ কর্মসূচী। বুধবার রাজধানীর ডঃ বি আর আম্বেদকর উচ্চবিদ্যালয়ে হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। সকলে বিভিন্ন চারা গাছ রোপণ করেন স্কুল চত্বরে।মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এদিন বলেন,নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরি বৃক্ষরোপণ।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী