ত্রিপুরা আগরতলা : কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলির বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিটি পরিবার যেন আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা কাজ করে যাচ্ছে।বৃহস্পতিবার এক অনুষ্ঠানে একথা বললেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। প্রতিবছর বিশ্বে 27 জুন এম এস এম ই দিবস উদযাপন করা হয়। জাতিসংঘ এই দিনটিকে ক্ষুদ্র-ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগের দিবস হিসাবে ঘোষণা করেছে যাতে সারা বিশ্বে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার অবদান বাড়ানো যায়। রাজ্যেও এই দিবসে কর্মসূচী নেওয়া হয়। বৃহস্পতিবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটোরিয়ামে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রি বি সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন সরকারের বিভিন্ন স্কিমে ঋন নিয়ে বেকার যুবক যুবতীরা আত্মনির্ভর হতে পারে। কোন কাজকে ছোট ভাবলে হবে না। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলির সুবিধা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।তিনি বলেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আত্মনির্ভর হতে হবে। সরকারের প্রতিটি প্রকল্পের বিষয়ে গ্রাম থেকে শহরের সকল মানুষকে অবহিত করার উপরে জোর দেন মন্ত্রী সান্ত্বনা চাকমা।