কেন্দ্র-রাজ্য সরকারের সমালোচনায় মুখর কৃষসভার নেতা পবিত্র কর

ত্রিপুরা আগরতলা : কেন্দ্রীয় মোদী সরকারের নতুন ন্যুনতম সহায়ক মূল্য ঘোষণার তীব্র বিরোধিতা করে রাস্তায় নামলো সারা ভারত কৃষক সভা। সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কৃষকসভার রাজ্য পরিষদও প্রতিবাদ মিছিল ও সমাবেশ করলো আগরতলায়।মেলারমাঠ থেকে বের হয়ে মিছিল শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে নারায়ণ দেবের সভাপতিত্বে এক সভায় মিলিত হয়।বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত কৃষকসভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন নরেন্দ্র মোদী নির্বাচনে হেরে গিয়েও নিজে কৃষক বিরোধী মনোভাব থেকে পিছিয়ে যাবার পাত্র যে তিনি নন সেটা এখনও বারবার বুঝিয়ে যাচ্ছেন। সাথে তাঁর দলও রয়েছে।তাঁকে অনুসরণ করে একই পথে একধাপ এগিয়ে চলেছে ত্রিপুরার ট্রিপল ইঞ্জিনের সরকার। একই ভাবেই রাজ্যের কৃষকদের এই সরকার কিভাবে বঞ্চিত করে চলেছে তা তুলে ধরেন পবিত্র কর। তিনি বলেন সারা ভারত কৃষক সভা এর প্রতিবাদে রাস্তায় নেমেছে।পবিত্র বাবু বলেন রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনছে ২১.৮৩ টাকা দরে কেজিতে।যেখানে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক ঘোষণা ২৩ টাকা। এই প্রসঙ্গে তিনি বলেন ‘কেন্দ্রীয় সরকারের ঘোষণা ও রাজ্য সরকারের ঘোষণা দুটোরই রাজ্য কমিটি বিরোধিতা করেছে।তিনি অভিযোগ করে বলেন তৃতীয় দফায় বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ধোঁকা দেয়ার পথেই হাঁটতে শুরু করলেন কিষান নিধি ফাইলে স্বাক্ষর করে।পবিত্র কর বলেন প্রধানমন্ত্রী হয়ে বসার পর যে ফাইলটি প্রথম স্বাক্ষর করেন সেটা ছিল প্রধানমন্ত্রীর কিষান নিধি যোজনার ফাইল।পবিত্র কর বলেন, এটা আগেই ছিল, তিনি কৃষকদের ন্যায্য পাওনা বকেয়া সপ্তদশ কিস্তির টাকা যেটা এতদিন আটকে রেখেছিলেন সেটাই ঢাকঢোল পিটিয়ে ছাড়ার চেষ্টা করলেন।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র