২০২৪-২৫ অর্থবর্ষে বাজেটে ১০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায়

ত্রিপুরা আগরতলা : রাজ্যের অধিকাংশ পরিবার গরীব শ্রেণীর। সেই সকল পরিবারের ছেলে মেয়েদের স্মার্ট ফোন কেনা সম্ভব নয়। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য স্মার্ট ফোন অত্যন্ত জরুরী। তাই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা চালু হয় ২০২০ সালে। ২০২২=২৩ শিক্ষাবর্ষে প্রযুক্তি গত কারনে প্রায় ১২ হাজার ছেলে মেয়ে এই প্রকল্পের বাইরে থেকে যায়। তাই তাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে স্মার্ট ফোন কেনার জন্য ৫০০০ টাকা করে দেওয়া হবে পড়ুয়াদের ব্যাংক একাউন্টের মাধ্যমে। মঙ্গলবার রাজধানীর ইন্দ্রনগর আই টি ভবনে হয় এক অনুষ্ঠান। সেখানে তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায় এদিন বিশেষ স্কিমের সূচনা করেন। এই প্রকল্পের জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে ১০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।এই প্রকল্পে মূলত সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত চূড়ান্ত বর্ষের স্নাতক ডিগ্রী শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয় করার জন্য ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মোট ৪০ হাজার ২১৫ জন শিক্ষার্থী উপকৃত হয়েছে। তাতে এখনো পর্যন্ত মোট ব্যয় হয়েছে প্রায় ২০.১১ কোটি টাকা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি