সিটি সেন্টারের সামনে ধিক্কার কর্মসূচী বিজেপি যুব মোর্চার

oplus_0

ত্রিপুরা আগরতলা : সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী হিন্দু সনাতনী ধর্মালম্বিদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ এনে সরব শাসক দলের যুব সংগঠন। রাজ্যজুড়ে ধিক্কার বিক্ষোভ কর্মসূচী সংগঠনের। আগামীদিনে আরও জোরদার আন্দোলন গড়ে তোলার বার্তা। দাবি জানানো হয় অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহারের। মঙ্গলবার বিকেলে রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা বিভিন্ন জায়গায় ধিক্কার কর্মসূচী গ্রহণ করে।এদিন আগরতলা সিটি সেন্টারের সামনে শাসক দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার তরফে হয় বিক্ষোভ কর্মসূচী। যুব সংগঠনের কর্মীরা কুশপুত্তলিকা পোড়ায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। উপস্থিত ছিলেন যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ সভাপতি সুশান্ত দেব, ভিকি প্রসাদ সহ অন্যরা। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুমকি দেন তিনি।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে