ত্রিপুরা আগরতলা : এন টি এ বাতিল সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে প্রতিবাদ সপ্তাহের ডাক দিয়েছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। সাতাশ জুন থেকে শুরু হয়েছে এই প্রতিবাদ কর্মসূচী। ৩ জুলাই কর্মসূচীর শেষ দিনে কর্মসূচী গ্রহণ করেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা। বুধবার সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায় রাজধানীর অফিস লেন শিক্ষা ভবনের সামনে। তাদের অভিযোগ দুর্নীতি হয়েছে নীট পরীক্ষায়। তাই এদিন তারা দাবি জানায় মেডিকেল কোর্সে ভর্তির জন্য নীট এর পরিবর্তে আগের মতো রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করা, অবিলম্বে নীট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব। তাদের অভিযোগ সরকার প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেও নীট ইউ জি পরীক্ষা বাতিল করেনি। অথচ নীট পিজি পরীক্ষা বাতিল করেছে।