ত্রিপুরা আগরতলা : ক্রমাগত অবৈধভাবে বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনায় সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। আগরতলা রেল স্টেশনে বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনা যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। গত ৩ দিনে ৩৩ জন বাংলাদেশী অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করায় গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার বিকেলেও ১১ জন আটক হয়েছে। গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল থানার পুলিস তাদের আটক করে রেল স্টেশন থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তারা পশ্চিমবাংলা, চেন্নাই ও ব্যাঙ্গালুরু যাওয়ার জন্য স্টেশনে এসেছে। জি আর পি তাদের জিজ্ঞাসাবাদে আরও জানতে পারে ভারতীয় দুই দালালের নাম। পরে মধুপুর থানা এলাকায় জিআরপি অভিযান চালিয়ে দুই ভারতীয় দালালকে আটক করে। পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। ধৃত এগারো জন বাংলাদেশী মধ্যে নয়জন মহিলা। একজন রয়েছে নাবালিকা।