পশ্চিম জেলায় এইচ আই বি এইডসের প্রাদুর্ভাব বেশি

AIDS Contral Socity Press Meet at Mahakaran 3 1

ত্রিপুরা আগরতলা : শিরাপথে মাদক নেওয়া সহ উচ্চ ঝুঁকিপূর্ণ কোন আচরণ করার ফলেই ছাত্র-যুবরা এইচ আই বি এইডসে আক্রান্ত হচ্ছেন।বুধবার বিকেলে মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা সমর্পিতা দত্ত। সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান পশ্চিম জেলায় এইচ আই বি এইডসের প্রাদুর্ভাব বেশি রয়েছে।রাজ্যের ২২০ টি স্কুলের মধ্যে এইচ আই বি আক্রান্ত পাওয়া গেছে।পাশাপাশি তথ্য দিয়ে প্রকল্প অধিকর্তা জানান,সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ত্রিপুরায় ৮২৮ জন শিক্ষার্থী এইচআইভি পজিটিভ এবং তাদের মধ্যে ৪৭ জন মারা গেছে। এই প্রতিবেদনটি যে মিথ্যে নয় তা স্বীকার করে প্রকল্প অধিকর্তা দাবি করেন এই সংখ্যাগুলি ১৭ বছরের মেয়াদে ক্রমবর্ধমান এবং ন্যাকো নির্দেশিকা অনুসারে ৮২৮ জন শিক্ষার্থী বিনামূল্যে অ্যান্টি-রেট্রোভাইরাল চিকিৎসা গ্রহণ করেছে। ১৯৯৯ সালের এপ্রিলে ত্রিপুরায় ন্যাশনাল এইডস কন্রো য়ল প্রোগ্রাম চালু করা হয়। গত ২৫ বছরে, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন নির্ধারিত নির্দেশিকা অনুসারে এইচআইভির বিস্তার নিয়ন্ত্রণে কাজ করেছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র