মহরমে আগরতলা শহরে বের হল শোভাযাত্রা

ত্রিপুরা আগরতলা : প্রতিবছর সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে থাকে মহরম। এদিনে রাজধানীতে প্রতিবছর বের হয় শোভাযাত্রা। মহানবী মুহাম্মদের দৌহিত্র এবং হযরত আলীর পুত্র ইমাম হোসাইনের শাহাদাতের শোক প্রকাশের জন্য শোভাযাত্রা বের করা হয়।এবছর এর ব্যতিক্রম হয়নি। বুধবার রাজধানীর বর্ডার গোলচক্কর দক্ষিণ জয়নগর এলাকা থেকে বের হয় মহরমের শোভাযাত্রা। শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।মহরম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। প্রতিবছর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের এই উৎসব রাজ্যে উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। উৎসবটি ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।বুধবার মুসলিম ধর্মাবলম্বীর লোকজন বিপুল উৎসাহের সঙ্গে এতে অংশ নেন।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি