গুঁড়িয়ে দেওয়া হল ভারত রত্ন সংঘের ক্লাব ঘর

ত্রিপুরা আগরতলা : সরকারি নির্দেশের সময়সীমা পেরিয়ে যেতেই ময়দানে নামে জেলা প্রশাসন।বুধবার ভোরে জেলাশাসক, পুলিস সুপার এবং মহকুমা শাসকের উপস্থিতিতে শহরতলীর ঊষাবাজারের বনেদি ক্লাব ভারত রত্ন সংঘের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়।ঊষাবাজারের বহু পুরনো ভারত রত্ন সংঘ।বেশ কয়েক বছর ধরে বিগ বাজেটের পূজা করে বেশ সুনাম কুড়িয়েছে রাজ্যে।সম্প্রতি ভারত রত্ন সংঘের অফিস বাড়িটি খাস জায়গা রয়েছে বলে প্রশাসনের তদন্তে বেরিয়ে আসে। এর পরেই সদর মহকুমা প্রশাসন থেকে সংঘের সভাপতি ও সম্পাদককে ৭ দিনের সময় চেয়ে নোটিস দেওয়া হয়। সাত দিনের মধ্যে জবাব না পেলে প্রশাসন পদক্ষেপ নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো বুধবার ভোরে সংঘের অফিস বাড়ি ভাঙ্গতে ময়দানে নামে প্রশাসন। পুরো প্রস্তুতি নিয়ে প্রশাসন যায়। বুল ড্রজার, ক্রেন দিয়ে দ্বিতল ভারত রত্ন সংঘের অফিস বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, পুলিস সুপার কিরণ কুমার কে, সদর মহকুমা শাসক সহ অন্যরা। জেলা শাসক জানান এক সময় সামাজিক কাজ করে আসা ভারত রত্ন সংঘের প্রাক্তন ও বর্তমান কতিপয় সদস্য অপরাধের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। উল্লেখ্য,কিছুদিন আগে সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুন হয়েছে। জানা গেছে এর পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গেছে এই জায়গায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী