‘ধর্মের দেশে ৩৩ কোটি দেবতার পুজো হয়, ৭টা ব্যোমকেশে কী অসুবিধে?’

কলকাতা : টলিপাড়ায় বিরল দৃশ্য। এক ‘ব্যোমকেশে’র সিনেমার প্রচারে হাজির বাঙালির নবীন প্রজন্মের জনপ্রিয় ‘ব্যোমকেশ’ অনির্বাণ ভট্টাচার্য। দ্বন্দ্ব ভুলে দেবের ডাকে সাড়া দিয়ে পৌঁছে গেলেন ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার লঞ্চে। মঞ্চে নতুন ব্যোমকেশের দেবের ‘পিঠ চাপড়ানোর’ পাশাপাশি নিন্দুকদের মোক্ষম জবাবও ছুঁড়ে দিলেন অনির্বাণ।

আসলে বাঙালি সিনেদর্শকরা পর্দার ব্যোমকেশ-ফেলুদাকে আজকাল প্রায়শই গুলিয়ে ফেলছেন! যে অভিনেতাকে ফেলুদা হিসেবে দেখছেন, তাঁকেই আবার মাসখানেক বাদে সত্যান্বেষণে দেখা যাচ্ছে! কখনও বা আবার ব্যোমকেশ অভিনেতারা ফেলু মিত্তির হিসেবে ধরা দিচ্ছেন। ঘুরিয়ে ফিরিয়ে গোয়েন্দা গপ্পের ভিড় টলিপর্দায়। এদিকে বাংলা সিনে ইন্ডাস্ট্রির নতুন ব্যোমকেশ দেব। যে গোয়েন্দা চরিত্রে এযাবৎকাল কখনও উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গিয়েছে সেখানে ছক ভেঙে টলিউড সুপারস্টারের কাস্টিং নিয়ে বহু ঠাট্টা-টিটকিরি হয়েছে। সেই প্রেক্ষিতেই দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার লঞ্চে মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য।

তারকাখচিত আসরে প্রকাশ্যেই অনির্বাণের মন্তব্যে, “আমাদের ধর্মের দেশে ৩৩ কোটি দেবতার পুজো করেন জনগণ, সেখানে সাতটা ব্যোমকেশে কী অসুবিধে?” অভিনেতার মুখে এমন কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি নতুন ব্যোমকেশ দেবও। এরপর অনির্বাণের সংযোজন, “দেবের মাধ্যমে সম্পূর্ণ একটা অন্য চেহারা আসছে ব্যোমকেশের। কারণ শরদিন্দু বাবুর তো কোনও স্কেচ নেই ব্যোমকেশকে নিয়ে। ফলত আমরা বিভিন্ন চেহারা দেখতে পাই। আর ট্রেলার, টিজার দেখে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। খুব বড় মাপের লেগেছে। দেব আগে একবার বলেছিল যে, ওঁর ব্যোমকেশটা আন্তর্জাতিক মানের হবে। আমার মনে হয়, সারা বিশ্বে যত বাঙালি রয়েছেন, যাঁরা বাংলা ভাষায় কথা বলেন, সেই সমস্ত দর্শকদের কাছে এটা পরিবেশন করার মতো প্রজেক্ট।”

Related posts

প্রথমবারের মতো ত্রিপুরায় আসছেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল

রাজ্যের মেয়ে দেবাদ্রিতার শর্ট ফিল্ম রিলিজ

চলচ্ছিত্রে অভিনয়ের সুযোগ পেল রাজ্যের মেয়ে