সংবর্ধনার জোয়ারে ভাসছেন রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার

ত্রিপুরা আগরতলা : সংবর্ধনার জোয়ারে ভাসছেন রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। বিভিন্ন সংস্থা, সংগঠনের তরফে সংবর্ধনা দেওয়া হচ্ছে নবনির্বাচিত বিধায়ককে। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার মহোদয়কে সংবর্ধনা দেয়।অনুষ্ঠানে দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর ভাশ্বতী দেববর্মা, কর্পোরেটর শিখা ব্যানার্জি , ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির সহ-সভানেত্রী লতিকা দেববর্মা ,সম্পাদিকা রিতা রায় সহ অন্যান্যরা। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য কাজ করে চলেছেন। রাজ্য সরকারও নারীদের সুরক্ষা এবং আত্মনির্ভর করে তোলার জন্য চেষ্টা করে চলেছে। যদি নারীদের সম্মান,আত্মনির্ভর করতে পারলে তবেই দেশ এগিয়ে যাবে।ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করায় তাদের ধন্যবাদ প্রদান করেন তিনি।১৯৫৩ সালে পথ চলা শুরু হয় কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি। তারপর থেকেই মহিলা ও শিশুদের উন্নয়নে কাজ করে চলেছে তারা।

Related posts

প্রথমবারের মতো ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া সাংবাদিকদের সেমিনার

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির থেকে বের হয় রথ

Govt tirelessly working to fill up vacant posts: CM