এসএসসি জিডি কনস্টেবল পদে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ

ত্রিপুরা আগরতলা : ভুয়ো পিআরটিসি তৈরি করে বহিরাগতরা রাজ্যের বেকারদের চাকরি হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। তাই বাইরের রাজ্যের যুবকরা যাতে ত্রিপুরায় পিআরটিসি তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কাছে দাবি জানালেন এসএসসি জিডি কনস্টেবল পদে ইন্টার্ভিউ দেওয়া বেকাররা।সেনাবাহিনীর বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ইন্টার্ভিউ নেওয়া হয় প্রতিবছর। বিভিন্ন রাজ্যের জন্য আলাদা ভাবে পদ নির্ধারিত থাকে। অভিযোগ উত্তরপ্রদেশ ও বিহারের যুবকরা ত্রিপুরায় এসে বাঁকাপথে পিআরটিসি তৈরি করে ইন্টার্ভিউ দিয়ে চাকরি বাগিয়ে নেয়। এতে বঞ্চিত হন রাজ্যের যুবকরা। এসবের প্রতিবাদ জানিয়ে শুক্রবার আন্দোলনে নামল এসএসসি জিডি কনস্টেবল পদের চাকরিপ্রত্যাশীরা। তারা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে বিক্ষোভে শামিল হন। পরে পুলিস তাদের সরিয়ে দেয়।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী