শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হচ্ছে গ্রাহক ক্লাব

ত্রিপুরা আগরতলা : ভোক্তারা যাতে প্রতারিত না হন সেজন্য প্রথমে পড়ুয়াদের সচেতন করতে প্রয়াস নিল খাদ্য দপ্তর। শিক্ষা দপ্তরকে সঙ্গে নিয়ে খাদ্য দপ্তরের তরফে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাহক ক্লাব চালু করছে। রাজ্যের ১০০ টি স্কুলের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ১৮ টি কনজিউমার ক্লাব চালুর সিদ্ধান্ত নিয়েছে দুই দপ্তর যৌথ ভাবে। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীর এডিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কনজিউমার ক্লাবের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, সদর মহকুমা শাসক মানিক লাল দাস, পুর নিগমের কর্পোরেটর অলক রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্টজনেরা। খাদ্য দপ্তরের অধিকর্তা জানান পড়ুয়াদের সচেতন করতে এই প্রয়াস। পরে পড়ুয়ারা এলাকার লোকজনের সচেতন করবে।

Related posts

২০২৫ সালের মাধ্যমিক ২৫ ও দ্বাদশ পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হবে

মিথ্যে প্রচার করে মানুষের সামনে বিজেপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে কংগ্রেস—রাজীব

কোন মণ্ডল সভাপতি সঠিক ভাবে কাজ না করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে—সাংসদ বিপ্লব