শহীদান দিবসে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা

ত্রিপুরা আগরতলা : স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদান দিবস প্রতিবছর ১১ আগস্ট পালন করা হয়।এদিনে বীর বিপ্লবীকে স্মরণ করা হয়। বিভিন্ন সংস্থা, সংগঠনের তরফে শ্রদ্ধা জানানো হয় বীর বিপ্লবীকে। ভারতের ছাত্র ফেডারেশনের তরফে এবছরও শ্রদ্ধা জানানো হয় ক্ষুদিরাম বসুকে।রবিবার সংগঠনের তরফে শহীদান দিবসে শ্রদ্ধা জানানো হয় মেলারমাঠ ছাত্র যুব ভবনে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যরা। এদিন ছাত্র নেতা বলেন, ব্রিটিশদের ভারত থেকে তাড়ানো গেলেও স্বাধীনতা আন্দোলনে যাদের কোন ভূমিকা ছিল না, যারা সেই সময় মুচলেকা দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন তারাই বর্তমানে দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। দেশের মানুষের উপরে অত্যাচার সংঘটিত করছে। তিনি বলেন, ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে পারব তখনই যখন তার আদর্শকে পাথেয় করে দেশের সব মানুষের জন্য বসবাসের উপযোগী করে গড়ে তোলা যাবে।এদিকে এদিন সকালে ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির তরফেও বীর বিপ্লবীকে শ্রদ্ধা জানানো হয়। এদিন মিছিল করে এসে সংগঠনের কর্মীরা রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Related posts

ডম্বুরে চালু হতে পারে পর্যটকদের জন্য সি প্ল্যান পরিষেবা

ক্ষুদ্র সঞ্চয় দপ্তরে ১১ জন চাকরি প্রাপকের হাতে তুলে দেওয়া হল অফার

কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের বৈঠকে আগামী কর্মসূচী নিয়ে আলোচনা